
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। যার প্রভাব রাজধানীতেও পড়েছে।
রোববার (২৩ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সকাল ১১টার পর রাজধানীর আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়তে থাকে। যদিও জনজীবনে তা খুব একটা প্রভাব ফেলেনি। বর্তমানে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি পড়ছে।
রাজধানীর মিরপুর, রামপুরা, ফার্মগেট, বাংলামোটর, মতিঝিল ও উত্তরায় খোঁজ নিয়ে দেখা গেছে সকাল থেকে কোথাও গুঁড়ি গুঁড়ি, আবারও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির খবর পাওয়া গেছে।
মিরপুর থেকে গৃহিণী সামিয়া ইয়াসমিন টুম্পা সময় সংবাদকে বলেন, সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে তাপপ্রবাহ কিছুটা কমেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চারদিকে কুয়াশাও দেখা যাচ্ছে।
সকালে সামুদ্রিক সতর্কতার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় উত্তাল রয়েছে সাগর।
শক্তি বাড়িয়ে রোববারই (২৩ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও শক্তি সঞ্চয় করে সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি।
এদিকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতাসংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এ সময় বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করে দ্রুত সময়ে তীরে ফিরতে অনুরোধ করা হয়েছে।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin