
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে মো. খালেক হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে মনজুরুল আকনের (৪৫) বিরুদ্ধে।
রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়ানের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেক হাওলাদার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত মনজুরুল ইন্দুরকানী সদর ইউনিয়ানে ভবানীপুর গ্রামের আ. সত্তার আকনের ছেলে।
নিহত খালেকের ভাতিজা বাচ্চু হাওলাদার জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার চাচা খালেকের সঙ্গে ফুপাতো ভাই মনজুরুলের আদালতে মামলা চলেছে। সকালে খালেক হাওলাদার বাসা থেকে হাঁটতে বের হন। এ সময় এলজিডি ব্রিজ এলাকা থেকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যান মনজুরুল। পরে রাস্তার পাশের একটি ডোবায় তাকে চুবিয়ে হত্যা করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহতের মহদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মনজুরুলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin