শুক্রবার ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টাকার মালা পরে বিয়ে করতে এলেন বর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট

টাকার মালা পরে বিয়ে করতে এলেন বর

বিয়েতে বরের গলায় টাকার মালা পরানোর চল রয়েছে অনেক জায়গাতেই। অনেক ক্ষেত্রেই বর বিয়ে করতে যান গলায় টাকা দিয়ে তৈরি মালা পরে। তবে সেই মালা কত বড় হতে পারে? সম্প্রতি সমাজমাধ্যমে ঘুরছে এমন একটি ভিডিও, যা দেখে চমকে উঠছেন অনেকেই। কারণ, বরের গলায় থাকা মালাটি এতোই বড় যে সেটি টেক্কা দিতে পারে বিছানার চাদরকেও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন বর। তার পুরো শরীরই ঢাকা পড়ে গিয়েছে টাকার মালায়। সেটি এতোই চওড়া যে, দুইদিক থেকে মোট চার জনকে ধরে রাখতে হয়েছে মালাটি। যে মঞ্চে সবাই দাঁড়িয়ে আছেন, চাদরের মতো মালাটি সেই মঞ্চ ছাড়িয়েও নেমে এসেছে নিচে।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেছেন আলিয়া নামের এক নারী। ইনস্টাগ্রামে তিনি নিজের পরিচয় দিয়েছেন বিবাহের চিত্রগ্রাহক হিসেবে। ভিডিওতে লেখা রয়েছে, ‘বিয়েতে পরার স্বপ্নের হার’। প্রকাশের সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে ভিডিওটি। এরই মধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটি দেখেছেন এক কোটি ৪০ লাখের বেশি মানুষ। পছন্দ করেছেন তিন লাখ ৮০ হাজারেরও বেশি নেটাগরিক। তবে ভিডিওটি কোথাকার, তা নিশ্চিত করা যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]