শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সেতুতে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট

সেতুতে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর

শরীয়তপুরের গোসাইরহাটে শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোসাইরহাটের কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে ২৩ বছর বয়সী তানজি, টাঙ্গাইল সদরের দাইনাবঘিল এলাকার নাজিম উদ্দিনের ছেলে ২৫ বছরের শাকিল আহমেদ ও জামালপুরের দিঘলি সোনাটিয়া রগুনাথপুর এলাকার বোরহান আলীর ছেলে ২৩ বছরের সাগর আলী।

আহতরা হলেন- ২৩ বছরের হীরা ও সাগর। এর মধ্যে হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লঞ্চযাত্রীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাটপট্টির উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্বর্ণদ্বীপ প্লাস’ লঞ্চটি শাইখ্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংক দোতলার ছাদে যাত্রীদের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন তানজি। এছাড়া আহত হন শাকিল, সাগর, হিরা ও সাগর। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শাকিল ও সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সাগর বলেন, লঞ্চের দোতলার ছাদে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। এরপর কী হয়েছে বলতে পারছি না। পরে দেখি হাসপাতালে আছি।

গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান বলেন, এ ঘটনায় লঞ্চযাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধরের চেষ্টা করেন। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]