
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুটা দারুণ হলেও ব্যাটারদের আত্মাহুতিতে বেকায়দায় টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৩ ওভারে চার উইকেটে ৭০ রান।
দীর্ঘদিন যাবৎ টি-২০ ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে আজকের ম্যাচ হতে পারে বড় সুযোগ। এমন অবস্থায় বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা। প্রথম পাঁচ ওভারে দুজনে যোগ করেন ৪৩ রান।
ষষ্ঠ ওভারে এসেই প্রথম ছন্দপতন। এই ওভারের প্রথম বলে পল ভান মিকেরেনের বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য। এর আগে তিনি করেন ১৪ রান। পরের ওভারের প্রথম বলে টিম প্রিঙ্গেলের বলে আউট হন ২৫ রান করা শান্ত।
এরপর ব্যাট হাতে সাকিব আল হাসান ও লিটন দাস দুজনেই ব্যর্থতা উপহার দিয়েছেন। বলা যায় উইকেট না বুঝে ব্যাট চালাতে গিয়ে আত্মাহুতি দেন দুজনই। ভ্যান বিকের বলে ৯ রানে সাজঘরে ফেরেন লিটন।
পরের ওভারে শারিজ আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ডি লিদের তালুবন্দী হন সাকিব। তিনি ৭ রানে ফেরেন। এ অবস্থায় বড় সংগ্রহ পাওয়া নিয়েই শঙ্কায় টাইগাররা। ক্রিজে আছেন আফিফ হোসেন ও ইয়াসির আলী রাব্বি।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin