
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। সৌম্য-শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান।
দীর্ঘদিন যাবৎ টি-২০ ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে আজকের ম্যাচ হতে পারে বড় সুযোগ। এমন ম্যাচে বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকাচ্ছেন তারা। এখন পর্যন্ত দুজন অপরাজিত আছেন যথাক্রমে ২৪ ও ১৪ রানে।
একনজরে বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin