
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
এই প্রথম যুক্তরাজ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত (অবিভক্ত ব্রিটিশ ভারত) অভিবাসীর সন্তান, একজন অশ্বেতাঙ্গ রাষ্ট্রক্ষমতার শীর্ষপদে বসছেন। ঋষি সুনাকের বাবা-মা ভারতীয় বংশোদ্ভূত হলেও তারা একসময় থাকতেন পূর্ব আফ্রিকায়, এবং সেখান থেকে ব্রিটেনে এসে বসবাস শুরু করেন।
ঋষি সুনাকের জন্ম ১৯৮০ সালে ইংল্যান্ডের বন্দরনগরী সাউদাম্পটনে। তার বাবা সেখানে চিকিৎসক ছিলেন। মা একটি ফার্মেসি চালাতেন। ফলে পরিবার ছিল বেশ সচ্ছল।
নামকরা প্রাইভেট স্কুল উইনচেস্টার কলেজে পড়াশোনা করেছেন তিনি। গ্র্যাজুয়েশন করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
পরে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ঋষি সুনাক। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় ভারতীয় ধনকুবের এবং আইটি সেবা কম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে। তারপর প্রেম এবং প্রণয়। দুই মেয়ে রয়েছে এই দম্পতির।
Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin