
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জাতীয় দলের সহকারী কোচ ও গোলরক্ষক কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সে স্থানে বিদেশি কোচ আনার কথাই ভাবছে বাফুফে। বিদেশি কোচ না পাওয়া গেলে সেক্ষেত্রে স্থানীয় কোচ নেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। এ ছাড়া বাফুফে এলিট একাডেমির জন্যও প্রাধান্য পাচ্ছে বিদেশি কোচ। এদিকে নারীদের অভূতপূর্ব সাফল্যের দরুণ বেশ ক’জন বিদেশি নারী কোচও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে যাত্রা শেষ হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের আগেই খালি হয়ে গেছে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের পদ। এরই মধ্যে তারা যোগ দিয়েছেন দেশের স্বনামধন্য ক্লাবে। তবে শূন্যস্থান পূরণে কোচ খুঁজছে বাফুফে।
দ্রুতই কাবরেরার সহযোগী কোচের জায়গা পূরণ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দীন।
বাফুফে সভাপতি বলেন, কোচের জায়গা যেহেতু শূন্য হয়েছে, তাই স্বাভাবিকভাবেই আমরা নতুন করে নিয়োগ দেবো। দেশি কোচ ভালো পেলে নেয়া হবে। কিন্তু গুণগত সম্পন্ন দেশি কোচ না পেলে বিদেশি কোচ নেয়া হবে।
এ ছাড়া এলিট একাডেমির তরুণ ফুটবলারদের ভিত শক্ত করায় সবসময়ই সচেষ্ট বাফুফে। সে লক্ষ্যে এবার দেশি কোচের বদলে বিদেশি কোচের দিকেই চোখ রাখছে ফেডারেশন। সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব- ১৭ সাফে ইয়েমেনের কোচ ছাড়াও বেশ ক’জন বিদেশি কোচদের পছন্দের তালিকায় রাখছে ফেডারেশন।
এদিকে দেশের নারী ফুটবলে ইতিহাস গড়া সাফল্যের পর এবার বাফুফের নারী একাডেমির কোচিং স্টাফে আসতে পারে পরিবর্তন। এর মধ্যেই নারী দলের সঙ্গে বিদেশি নারী কোচ আসতে আগ্রহী বলে জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
তিনি বলেন, জাতীয় দলের জন্য বিদেশি কোচ খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে দেশি কোচদের দিকেও আমরা নজর রাখছি। তবে আপনারা জেনে খুশি হবেন যে, নারী একাডেমির জন্য আন্তর্জাতিক পর্যায়ের বেশ ক’জন নারী কোচও আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বাফুফে এলিট একাডেমির জন্য দক্ষ বিদেশি কোচ নেয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
চলতি বছর জাতীয় দলের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও দ্রুতই কোচ নিয়োগ কার্যক্রম শেষ করতে চায় বাফুফে।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin