
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালানোর জন্য প্রবেশ করে। অভিযানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ফাতাহর মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। এরপর তারা গুলি চালাতে শুরু করে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা তা প্রতিহতের চেষ্টা করেছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানি ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্য একজন নিরস্ত্র মানুষও ছিলেন। রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরেকজনের মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin