
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাজধানীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাদকাসক্ত ছেলে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। তার নাম সাব্বির হাসান পিয়াস (১৮)।
আজ মঙ্গলবার খিলগাঁও বনলতা হাউজিংয়ের শরীয়তপুর ভিলায় ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই জহিরুল ইসলাম বলেন, সাব্বির বেকার ও মাদকাসক্ত ছিলেন। বাবা মৃত কামাল ডাকুয়া ও মা বুলবুলি বেগম। তার মা অনেক কষ্ট করে সংসার চালান।
তিনি আরো বলেন, মায়ের কাছে গতকাল মোটরসাইকেল কিনে দিতে দাবি করেন সাব্বির। মা এতে রাজি না হওয়ায়, তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাত দেড়টার দিকে তার মা জানালা দিয়ে দেখতে পান, তিনি ফ্যানের সাথে ঝুলছেন।
সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাব্বির হাসান পিয়াসের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নলিতা ঘোড়াগাঁও গ্রামে।
Posted ১২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin