
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে রবিবার রাতে বিমান হামলাটি চালানো হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। এতে সাধারণ মানুষ ও বিশিষ্ট স্থানীয় গায়কসহ কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তারা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তিনটি জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে সেনাবাহিনী এ হামলার ঘটনা এখনো নিশ্চিত করেনি।
মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখা যায়নি। হামলাটি হপাকান্ত শহরের এ নাং পা অঞ্চলে করা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin