
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ নামে এক বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫জন।
মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান।
তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মাঝিগাতীতে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসির বাসের চালক মুরাদ ঘটনাস্থলে নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। এতে দুমড়ে-মুচড়ে যায় বাস দুটির সামনের অংশ।
পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত ৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin