
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন ইরানী পাহাড়ের ক্যাম্প-১৭, ব্লক – সি এর বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ এবং অপরজন একই ব্লকের মো. কাসিম এর ছেলে মো. ইয়াসিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থানরত ওই দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা ।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, ইরানী পাহাড় সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে ওই দুজনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়াছিন মারা যান। ঘটনার পরপরই আয়াত উল্লাহকে স্থানীয় এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin