
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
প্রতি বছর উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত কাহিল করে তুলে মানুষকে। এর মধ্যে গত কয়েকদিন ধরে হিলিতে দিনের বেলা প্রচণ্ড গরম ও রাতের বেলা শীত অনুভূতি হলেও গতরাত থেকে ঝিরঝির করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। অনেক বেলা পর্যন্ত দেখা নেই সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন। ঘাসের ডগা ও ধানের পাতায় জমে আছে শিশির, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।
সোহান নামের এক ভ্যানচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ভোরে ভ্যান নিয়ে বের হলেও কোনো যাত্রী নেই। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মাত্র ২০ টাকা রোজগার করতে পেরেছি।’
বাংলাহিলি পাইলট স্কুল কলেজ মাঠে ক্রিকেট খেলতে আসা কয়েকজন জানান, ‘এ বছরের শীতে আজ প্রথম খেলতে আসলাম। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো মাঠ। ভোরের মিষ্টি হাওয়ায় অন্যরকম ভালো লাগা কাজ করছে।’
পথচারী ফারজানা আক্তার বলেন, ‘ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হিলিতে যে আবহাওয়া দেখলাম, সেটি খুবই রোমাঞ্চকর। শীতের যে আমেজটা পাচ্ছি তা অন্য জেলায় এখনও শুরু হয়নি। সকালের যে আবহাওয়া তা উপভোগ্য এবং এক কথায় অসাধারণ।’
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডাক্তার শ্যামল কুমার দাস বলেন, ঘন কুয়াশা বা শীতে ছোট বাচ্চা ও বয়স্কদের হাপানিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগ বেশি দেখা দেয়। তাই সবাইকে নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin