
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রসম্ভারের বার্ষিক মহড়া পর্যবেক্ষণ করলেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনা এবং পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা নিয়ে বাকযুদ্ধের মধ্যে এ ঘটনা এলো।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, বুধবার রাশিয়ার দূরপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চল থেকে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ‘নিউ স্টার্ট’ অস্ত্র চুক্তির শর্ত অনুযায়ী এই মহড়ার কথা আগে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছিল।
ইউক্রেন একটি ‘ডার্টি বম্ব’ (তেজস্ক্রিয় উপাদানপূর্ণ বোমা) ব্যবহার করার ষড়যন্ত্র করছে বলে রুশ দাবির প্রেক্ষাপটে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হলো। রাশিয়া তাদের ওই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
কথিত ওই ‘ডার্টি বম্ব’ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থমিশ্রিত একটি প্রচলিত বিস্ফোরক। রাশিয়ার ওই অভিযোগ পশ্চিমা দেশগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।
Posted ৩:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin