
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
নড়াইল সদর উপজেলায় ভ্রাতৃদ্বিতিয়ার (ভাইফোঁটা) মিষ্টি কিনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় স্বাধীন রায় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন তুলারামপুর ইউপির বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে। তিনি দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, সকালে ভাইফোঁটার মিষ্টি কেনার জন্য মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিলেন স্বাধীন। পথে তুলারপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পরেই প্রাইভেটকারসহ পালিয়েছেন চালক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin