
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রশ্নোত্তর পর্বেই বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে ঋষি সুনাককে। সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এক সপ্তাহ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া সুয়েলা ব্রেভারম্যানকে আবার সেই পদে বসানো নিয়ে।
সুয়েলা ব্রেভারম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি স্পর্শকাতর সরকারি কাজে নিজের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। এটি মন্ত্রীদের আচরণবিধির লঙ্ঘন। ব্রেভারম্যান অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছিলেন। নতুন করে আবার তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করায় বারবার প্রশ্ন তুলে যাচ্ছে রাজনৈতিক বিরোধীরা।
প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সুয়েলা ব্রেভারম্যানের সমর্থন পেতে গোপনে চুক্তি করে তাকে ফেরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঋষি সুনাক জবাবদিহিমূলক সরকারের যে বার্তা দিয়ে আসছেন, ব্রেভারম্যানের নিয়োগ তার পরিপন্থী বলে দাবি করছে প্রধান বিরোধী দল লেবার পার্টি।
Posted ৩:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin