শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বল হাতে শুরুতেই সাফল্য পেলেও প্রোটিয়া ব্যাটারদের ঝড়ে চাপে টাইগাররা। ডি কক-রুশোর ব্যাটে এখন বড় সংগ্রহের পথে আফ্রিকার দেশটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৯১ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। ইয়াসির আলী রাব্বির জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসে উদ্বোধনে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। নিজের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে বাভুমাকে আউট করে দলকে আনন্দে ভাসান তাসকিন আহমেদ।

শুরুর এই আনন্দ মিলিয়ে দিতে যেন প্রতিযোগিতায় নামেন ডি কক ও রাইলি রুশো। দুজনে মিলে একেরপর এক বল আছড়ে ফেলতে থাকেন বাউন্ডারির বাইরে। তাদের আক্রমণে প্রথম পাওয়ার প্লে শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৬৪ রান। যা চলতি বছরে তাদের সর্বোচ্চ।

মাঝে বৃষ্টির বাঁধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও সেটা কক-রুশোর ছন্দপতন ঘটাতে পারেনি। পুনরায় খেলা শুরু হওয়ার পরও আপন ছন্দে খেলতে থাকেন তারা। এরই মাঝে রুশো পেয়েছেন ফিফটির দেখা। ডি ককও আছেন একই পথে।

এখন পর্যন্ত দুজন অপরাজিত আছেন যথাক্রমে ৫০ ও ৩৭ রানে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]