
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বেশ কিছুদিন ধরেই কোচের দায়িত্ব থেকে দূরে আছেন সাবেক রিয়াল বস জিনেদিন জিদান। কিছুদিন আগে তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল, য়্যুভেন্তাসের কোচ হতে পারেন সাবেক এই য়্যুভে সুপারস্টার। কিন্তু সেই সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছেন সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। পাশাপাশি এটাও জানিয়েছেন তিনি, ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায় আছেন জিদান।
রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে তাদের এক অন্য উচ্চতায় নিয়ে যান ফরাসি এই কোচ। রিয়ালকে জেতান টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়ালে দুই দফায় চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও জিতেছে বেশ কয়েকটি ট্রফি। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর বেশকিছু ক্লাবের সঙ্গে জিদানের নাম জড়ায়। তবে তা গুঞ্জন পর্যন্তই থাকে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসের। এরপর থেকেই য়্যুভে কোচ আলেগ্রিকে ছাঁটাইয়ের কথা চলছে। আর তার পরিবর্তে জিদানের নাম শোনা যাচ্ছে। তবে জিদানের সতীর্থ থিয়েরি অঁরি মনে করেন য়্যুভে নয়, জিদান অপেক্ষা করছেন ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য।
য়্যুভেন্তাসের বিদায়ের পর সিবিএস স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘জিদান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। য়্যুভেন্টাসের মতো ক্লাবের কোচিং যে সে করাতে পারে, সেটা আগেই প্রমাণিত। বড় ক্লাবের হয়ে বড় কিছু অর্জনের বিষয়টিও সে প্রমাণ করেছে। তবে আমার মনে হয়, সে এখন জাতীয় দলের অপেক্ষায় আছে।’
য়্যুভেন্তাসে না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় যখন অঁরি বলেন, ‘আমার মনে হয় না সে য়্যুভেন্টাসে যাবে। সে এখন শুধু একটি বিষয়ের অপেক্ষায় আছে। সেটি হচ্ছে জাতীয় দল। রিয়াল মাদ্রিদের হয়ে সে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর আপনার যদি জাতীয় দলে যাওয়ার সুযোগ থাকে, তবে আপনি কেন অন্য ক্লাবে যাওয়ার ঝামেলায় যাবেন!’
এদিকে কিছুদিন আগেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ঘোষণা দিয়েছেন, ২০২২ বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। হয়তো সেই অপেক্ষাই করছেন ১৯৯৮ ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই নায়ক।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin