
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ব্রোকেন অ্যারোতে একটি বাড়িতে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।
ব্রোকেন অ্যারো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইটবার্তায় জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি বাড়িতে আগুনের ঘটনায় তারা সাড়া দেন, যেখানে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। পরে সেখান থেকে আটজনের মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করে।
বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিন্স জানান, এটি একটি জটিল দৃশ্য এবং আগুনটি ভয়াবহ ছিল।
হাচিন্স জানান, আগুন লাগা বাড়িতে আটজনের একটি পরিবার থাকত। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেননি তিনি।
এছাড়া তাদের মৃত্যুর কারণও জানাতে পারেননি পুলিশের এই মুখপাত্র। তবে এ ঘটনা একটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত হচ্ছে বলে জানান তিনি।
Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin