
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পূর্ব উপকূল থেকে আবারো দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির কাঙ্গওন প্রদেশের তংচন এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের ‘হগুক’ মিলিটারি প্রশিক্ষণ চলাকালেই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করলো কিমের দেশ।
জয়েন্ট চিফ অব স্টাফ ও দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আন্তঃকোরিয়ান সীমানা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। যে স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে তা দক্ষিণ কোরিয়ার অদূরে।
আগামী সপ্তাহে ‘ভিগিল্যান্ট স্টর্ম’ নামের একটি বড় বিমান মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
সিউলের দাবি, বিমান মহড়ার খবর পেয়ে স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।
গত মঙ্গলবার সংসদে দেওয়া এক বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, উত্তর কোরিয়া হয়তো সপ্তমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এরইমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি সেরে ফেলেছে তারা। একদিন পর বুধবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে সতর্ক করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে হুমকি উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া।
এর আগে ২৯ সেপ্টেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া সফর শেষ করার কয়েক ঘণ্টা পরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর আগে ২৪ সেপ্টেম্বর স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। জুনের শুরুতে আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সেপ্টেম্বরে এক সপ্তাহে সাত দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে করে কিমের দেশ।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin