
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
সিলেট-ভোলাগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আজির উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজলার সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউপির সুন্দ্রগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আজির উদ্দিন। ওই সময় কোম্পানীগঞ্জগামী একটি মাইক্রেবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাটের সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম।
তিনি বলেন, মাইক্রেবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ আজির উদ্দিন। লাশ থানায় রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হবে।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin