শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানের এমন লজ্জার হারে আফ্রিদি-শোয়েবরা যা বললেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট

পাকিস্তানের এমন লজ্জার হারে আফ্রিদি-শোয়েবরা যা বললেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সেমিফাইনালে উঠা নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান।

১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত এক রানের জয় পায় ক্রেইগ আরভিনের দল।

বাবর আজমদের এমন লজ্জার দিনে জিম্বাবুয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ খান আফ্রিদি।

এমন ফলাফলে হতাশ নয় জানিয়ে টুইটারে আফ্রিদি লেখেন, আমি এই ফলাফল মোটেই হতাশাজনক বলব না। যারা ম্যাচ দেখেছে, তারা জানে জিম্বাবুয়ে প্রথম বল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে। দেখিয়েছে ব্যাটিং পিচেও কী করে এত অল্প রান ধরে রেখে জেতা যায়। জয়ের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটকে শুভেচ্ছা। তারা দেখিয়েছে প্যাশন ও কঠোর পরিশ্রম।

তবে পাকিস্তানের হারের পর বাবর আজমদের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার টুইটারে লিখেছেন, ‘খুব ভদ্রভাবে বললে, এটা অত্যন্ত বিব্রতকর।’

পাকিস্তানের সাবেক পেসার মোহম্মদ আমির তো আরো একহাত এগিয়ে প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে।

তিনি তার টুইটবার্তায় লেখেন, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে, দল নির্বাচন ভুল হয়েছে। এর দায়িত্ব এবার কে নেবে! আমার মনে হয় চেয়ারম্যান ও প্রধান নির্বাচকের পদ পিসিবির নিজের বানানো। এগুলো থেকে বেরিয়ে আসার সময় এসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]