
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বিনিয়োগকারীরা আশা করেছিলেন শি চিনপিং আবার ক্ষমতায় আসার পর ‘জিরো কভিড’ নীতিটি সহজ করবেন। কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগে থেকেই জিরো কভিড নীতিতে অটল চীনে আরো লকডাউন দেওয়া হয়েছে।
আবার সংক্রমণ বাড়তে থাকায় প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সরকার নতুন করে আরো কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করেছে। অব্যাহত লকডাউনের ফলে দেশটির অর্থনীতির ওপরে অনেকদিন ধরেই বিরূপ প্রভাব পড়ছে।
গত বৃহস্পতিবার চীনে এক হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা গেছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে করোনার উত্পত্তিস্থল উহান, গুয়াংঝু ও দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় শিল্প এলাকাসহ অন্যান্য শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
কিছু বিনিয়োগকারী ও পর্যবেক্ষকরা ভেবেছিলেন, শি চিনপিং যেহেতু আবারও নির্বাচিত হয়েছেন, হয়তো তিনি এখন কভিড পরিস্থিতির বিষয়ে সরকারের কৌশল পরিবর্তন করবেন। অথচ লকডাউন ক্রমেই আরো জোরদার করা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin