
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি ‘হাতুড়ি হামলা’র শিকার হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়িতে একজন হামলাকারীর ‘সহিংস আক্রমণের শিকার’ হয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে পেলোসির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পল পেলোসিকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে।
হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এরই মধ্যে পল পেলোসির অন্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পল পেলোসির মাথার খুলি ফেটে গেছে এবং তার ডান হাতে গুরুতর আঘাত রয়েছে।
বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি সান ফ্রান্সিসকোর বাড়িটিতে প্রবেশের পর ন্যান্সি পেলোসিকে দেখতে চেয়েছিলেন।
এই হামলাকে রাজনৈতিক হিসেবে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং একে ‘ঘৃণ্য’ আখ্যায়িত করেছেন।
Posted ৫:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin