
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গত বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ডিসকাশন ক্লাবের বৈঠকে পুতিন মোদির উদ্দেশ্যে এসব কথাই বলেছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বিভিন্ন দেশের কঠিন রোষানলে রয়েছেন পুতিন। এ সময় মোদির বন্দনা করছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর জাতিসংঘে আনা রাশিয়াবিরোধী সব প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে মোদি সরকার। তবে ভারত সহিংসতার পথ থেকে সরে দ্রুত সংলাপ ও কূটনীতিতে ফেরার কথা বলেছে।
সম্প্রতি এসসিও সম্মেলনের এক বৈঠকে পুতিনকে মোদি বলেন, এ সময় যুদ্ধ নয়। বরং জ্বালানি, খাদ্য ও সারের প্রয়োজন।
কূটনৈতিকরা বলছেন, কোনো রাষ্ট্রকে তার আগ্রাসনের জন্য নাম না নিয়ে সংলাপে ফেরার অনুরোধ করা এক বিষয়। সে দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রস্তাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ভোট দেওয়া অন্য বিষয়। ভারত ইউক্রেনের পাশে দাঁড়ানোর কাজটি কখনোই করেনি। সে কারণেই হয়ত মোদির প্রশংসা করে তাকে কৃতজ্ঞতা জানালেন পুতিন।
Posted ৬:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin