
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ রানে হেরে যায় পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার কোনোভাবেই মানতেপারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। আর এই অপ্রত্যাশিত হারের পর মাঠ ছাড়ার সময় টানেলে কান্নায় ভেঙে পড়েন শাদাব খান।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় শাদাব খান হাঁটু গেড়ে মাথা নিচু করে কাঁদছেন । সেখান থেকে অনেক কষ্টে তাকে একজন টিম স্টাফ ড্রেসিং রুমের ভেতরে নিয়ে যান।
শাদাবের অবশ্য কান্না করার পেছনে যৌক্তিক কারণও রয়েছে। বল হাতে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৩০ রানের মধ্যে আটকে রাখতে অবদান রাখেন তিনি।
এরপর রান তাড়া করতে নেমে শুরুতে ৩৬ রানে ৩ উইকেট খুঁইয়ে বসে পাকিস্তান। সেখান থেকে শান মাসুদ ও শাদাব চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন। দলীয় ৮৮ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে লং অফ শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন ব্যক্তিগত ১৭ রানে।
আরো কিছুক্ষণ মাঠে থাকতে পারলে দলীয় সংগ্রহে আরও কিছু রান যোগ করতে পারতেন শাদাব খান। তাতে করে হয়তো পরাজয়ের স্বাদ নিতে হতো না পাকিস্তানকে।
সেমিতে যেতে এখন পরিসংখ্যানের যদি-কিন্তুর মধ্যে দিয়ে যেতে হবে পাকিন্তানকে। সে উদ্দেশে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin