বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে: শিক্ষামন্ত্

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে: শিক্ষামন্ত্

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু পরীক্ষার ভালো ফল করা গুরুত্বপূর্ণ নয়। ভালো মানুষ হিসেবে সহমর্মিতা, নীতি-আদর্শ অর্জন করা বেশি জরুরি। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই। পরীক্ষার প্রতি গুরুত্ব কমিয়ে তারা যা পড়ছে তা যেন বুঝে পড়তে পারে সেভাবে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়তে ও বুঝতে পারবে।

শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না। কী পড়া হচ্ছে তা বোঝাটা গুরুত্বপূর্ণ। আনন্দের সঙ্গে পাঠের বিষয় হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়বে ও শিখতে পারবে।

দীপু মনি বলেন, ছেলে ও মেয়েদের সমঅধিকার বা আলাদা করার কিছু নেই। আমরা চাই যার যেখানে যা প্রয়োজন তা নিশ্চিত করতে। ছেলেদের বা মেয়েদের বেড়ে উঠতে কোনো বাধা থাকবে না। মুক্ত আকাশের মতো তারা বড় হবে।

তিনি আরো বলেন, জীবনের প্রতিবন্ধকতা থেকে নতুন শিক্ষা ও জ্ঞান অর্জন করা সম্ভব। করোনা আমাদের এটা প্রমাণ করে দেখিয়েছে। কোনো প্রতিকূলতা মানুষকে বেঁধে রাখতে পারে না, সেখান থেকে নতুন সম্ভাবনা তৈরি হয়। তাই নারী-পুরুষ হিসেবে আলাদা করে নয়, উভয়ের সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মেহজাবিন হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]