শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রায়হান রাফির ছবিতে একটা ‘র’ ব্যাপার থাকে: ফারুকী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

রায়হান রাফির ছবিতে একটা ‘র’ ব্যাপার থাকে: ফারুকী

ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। চলতি বছরের ১০ জুলাই মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’ দিয়ে বাজিমাত করে বছরের শেষটা রাঙ্গাচ্ছেন ‘দামাল’-এর মাধ্যমে। দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৮ অক্টোবর) এই সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মিত সিনেমা ‘দামাল’।

ইতিমধ্যে রায়হান রাফির কারিশমায় ‘দামাল’-এর জয়গান শুরু হয়েছে শিনেমাপ্রেমী থেকে শুরু করে সকল শ্রেণীর দর্শকদের ভেতরে। সেই দলে যোগ দিয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী। তার অফিসিয়াল ফেজবুকে রাফি সম্পর্কে লেখেন, ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ভালো ইংরেজী বলে না, আমাদের হাই-সোসাইটির সদস্য না, বা ওর ছবিতে একটা র ব্যাপার থাকে, সেই জন্যে ওকে নিয়ে সুশীল সমাজ খুব একটা টগবগায় না। কিন্তু ওর প্রথম শর্ট ফিল্ম দেখার পরেই আমার মনে হইছিলো ও অডিও-ভিজুয়াল ল্যাংগুয়েজটা বোঝে। এমন না যে, সে একটা ফিনিশড প্রোডাক্ট। বা আদৌ কেউ কি ফিনিশড প্রোডাক্ট হয়? আমরা প্রত্যেকেই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাই। বলছিলাম রায়হান রাফির কথা। আর এতো কথা মনে পড়লো ওর দামাল দেখে। আমরা যখন ফিল্ম বানাইতে শুরু করি, তখন আমাদের চাওয়া ছিলো আমরা অঁতর ফিল্ম বানাবো কিন্তু সেটা দর্শকের কাছেও পৌঁছবে।’

তিনি আরও বলেন, ‘থার্ড পারসন সিঙুলার আর টেলিভিশনের ক্ষেত্রে দর্শকের কাছে পৌঁছানো গেছিলো। শনিবার বিকেল সম্ভবত আরো বেশী দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও জানতাম অঁতর সিনেমার আগানোর সাথে হাতে হাত ধরাধরি করে আছে “মূলধারা”র আগানোর ব্যাপারটা! মূলধারা লিখে কোটেশনের মধ্যে ফেললাম কেনো আমি নিজেকে মূলধারাও মনে করি! সে আলোচনা আরেকদিন হবে। তো এই যে আমাদের মান্ধাতার “মেনস্ট্রিম” এটা স্মার্ট হওয়ার জন্য ছিলো আমাদের অপেক্ষা। মনপুরা বা আয়নাবাজি বা এরকম আরো কিছু ছবি স্মার্ট মূলধারার ভালো উদাহরন। দামাল স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরন হয়ে থাকলো। দামালের স্ট্রাকচার লিনিয়ার কোনো সহজ স্ট্রাকচার না। আবার একই সাথে দামাল অ্যাবসলিউটলি অরিজিনাল কিছু নিয়ে ডিল করে নাই।’

মোস্তফা সরয়ার ফারুকীর মতে রায়হান রাফি ও তার টিম এই কাজটা সফল হয়েছে। তিনি বলেন, ‘এই ধরনের ছবি যদি আপনাকে এনগেজ করতে হয় তাহলে ছবিটার স্ক্রিপটিং, ফিল্মিং, এডিটিং, মিউজিক স্কিলফুলি করতে হয়। রায়হান রাফি ও তার টিম এই কাজটা সফলভাবে করতে পারছে। তার মানে কি দামালে কোনো ডাউনসাইড নাই? নিশ্চয়ই আছে। কোথায় থাকে না? সেই ডাউনসাইড আমার বলারও প্রয়োজন নাই। সেটা রাফি নিজ দায়িত্বেই বুঝে পরের ছবিতে খেয়াল রাখবে। আমার শুধু বলা প্রয়োজন, গুড জব, রাফি। কিপ ইট আপ। সামনে আরো ভালো কাজ দেখার অপেক্ষায়। কোন ছবি কখন কেনো ব্যবসাসফল হয় বলা মুশকিল। মাঝে মধ্যে এটা নিয়ে বিস্মিতও হই। কিন্তু দামাল ব্যবসাসফল হবে আশা করি। এটা হলে আমাদের সিনেমার জন্য একটা দারুন খবর হবে।’

চরকি ফ্লিক ‘আড়াল’ নিয়েও কথা এই গুণী অভিনেতা। তিনি বলেন, ‘এই দামাল ঝড়ের মধ্যে আমি আরেকটা ছোট কাজ দেখছি। নাজমুল নবীনের চরকি ফ্লিক ‘আড়াল’! কাজটা অন্য রকম। আমার ভালো লাগছে। প্রিতম হাসান খুব ভালো অভিনয় করছে। সামনে নবীনের কাজ দেখতে অপেক্ষা করবো।’

স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পই তুলে ধরেছেন রায়হান রাফি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।

সিনেমাটিতে সিয়াম-রাজ-মিম ছাড়াও আছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]