শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমোহনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠিত

সিরাজ মাসুদ, ভোলা ॥   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

লালমোহনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠিত

ভোলার লালমোহনে পুলিশই জনতা , জনতাই পুলিশ এই স্লোগানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ ও আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে।

শনিবার সকালে লালমোহন থানার আয়োজনে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় শাওন বলেন, কমিউনিটি পুলিশং ব্যবস্থা চালু করার কারনে বর্তমান সমাজে মাদক, ইভটিজিং,সন্ত্রাসী কর্মকান্ড এবং জুয়াসহ নানা রকম অপরাধ দিন দিন কমে যাচ্ছে । এখন চাইলে যে কেউ ঘরে বসে পুলিশকে যে কোন অপরাধের তথ্য দিতে পারে। এমপি শাওন আরো বলেন, অপরদিকে কমিউনিটি পুলিশং এর উচিত কোন অবস্থাতেই যেন কোন নিরাপরাধ লোক হয়রানি না হয় সেই দিকে খেয়াল রাখা।

পুলিশিং ডে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম,উপজেলা আওয়ালীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামলীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যলিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন থানা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]