
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
৬ ডিসেম্বর, ১৯৯২ সাল। হাজার হাজার উন্মত্ত হিন্দু ধর্মাবলম্বী ভেঙে ফেলেছিল ভারতের অযোধ্যার বাবরি মসজিদ। এরপর ৯ নভেম্বর, ২০১৯ সাল। ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির রাস্তা পরিষ্কার হয়ে যায়। অথচ একসময় সেখানে ছিল বাবরি মসজিদ।
ভারতের সর্বোচ্চ আদালত রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়ার সঙ্গে এই নির্দেশও দিয়েছিল যে, মুসলমানদের জন্য পাঁচ একর জমি দিতে হবে; যেখানে তারা একটি মসজিদ বানিয়ে নিতে পারবেন।
অযোধ্যা থেকে ২৬ কিলোমিটার দূরে ধন্নিপুর গ্রামে সেই জমি দেয়া হয়। সেই গ্রামে গিয়ে সাংবাদিকরা দেখতে পান, ওই জমিটির কেয়ারটেকার সোহরাব খান।
মসজিদের নকশা অনুমোদনের অপেক্ষায়
সোহরাব খান জমিটি দেখিয়ে বলেন, এটাই সেই পাঁচ একর। এটা একটা ট্রাস্টের অধীনে রয়েছে। ভবনটির নকশার জন্যই নির্মাণ আটকে আছে। নকশাটা উন্নয়ন পরিষদের কাছে জমা দেয়া হয়েছে, কিন্তু কয়েকটা দপ্তর থেকে ছাড়পত্র পাওয়া নিয়ে কিছু সমস্যা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলো পাওয়া যাবে।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin