
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
এ মাসের শুরুতে হাঁটুর চোটে পড়েন ইংল্যান্ডের রিস জেমস। এতে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা জাগে তাঁর। তবে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী চেলসির হয়ে খেলা এই ডিফেন্ডার।
গ্যারেথ সাউথগেটের ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা করতে চান ২২ বছর বয়সী এই ফুটবলার, ‘আগামী কয়েক সপ্তাহ আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। দেখতে হবে আমি কী অবস্থায় আছি। চূড়ান্ত দলে জায়গা করে নিতে আমি আশাবাদী এবং হাল ছাড়ছি না, এটা সম্ভব হতে পারে আবার নাও হতে পারে। গত দুই সপ্তাহ ধরে পুনর্বাসন করছি। প্রতিদিনই উন্নতি হচ্ছে।’
১৪ নভেম্বর বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। রয়টার্স
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin