
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ময়মনসিংহে মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাত বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার সন্ধ্যায় শম্ভুগঞ্জ আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- তারাকান্দি উপজেলার দুগাছি গ্রামের সোলেমান মিয়ার সন্তান সাত বছরের সানি মিয়া ও একই গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে হালিমা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি মাহিন্দ্র’র সঙ্গে কুড়া ভর্তি হ্যান্ড ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
Posted ৩:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin