রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে ঠেকেছে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় পদদলনের ঘটনাটি ঘটে।

 

সিউলের দমকল বাহিনীর কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনাটি ঘটেছে।

করোনাভাইরাস মহামারির কারণে সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনা আবহে এবারই প্রথম হ্যালোইন উৎসব আয়োজন হলো। সেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

হ্যালোইন উৎসব পালনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই জনপ্রিয়। গতকাল শনিবার রাতে ওই এলাকায় অন্তত এক লাখ মানুষ জমায়েত হয়েছিলেন।

 

পদদলনের ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ এটাও বলেছেন যে, ওই স্থান নিরাপদ নয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পদদলনের ঘটনার আগে সেখানে গোলমাল সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত জনতাকে সামাল দিতে পারেনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]