শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি মা‌র্কিন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি মা‌র্কিন ডলার

দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্সের ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি মা‌র্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা ধ‌রে) এর পরিমাণ ১৪ হাজার ৮৮ কোটি টাকা।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৫ কোটি ৮৬ লাখ, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বরাবরের মতো বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২ কোটি ৪৭ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৪২ লাখ, ডাচ–বাংলা ব্যাংকে ৭ কোটি ৭২ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৭ কোটি ৬৫ লাখ, সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৪ লাখ ও রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার।

চলতি মাসের প্রথম ২৭ দিনে আসা রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৫০ কোটি ডলার।

এদিকে সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাসে ৪ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্ট মাসে আসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার। এর আগে, জুলাইতে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]