
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
উত্তরের জনপদ নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বইছে ঠাণ্ডা বাতাস ও হালকা কুয়াশা। তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করছে।
উত্তরের জনপদ নীলফামারী শীতপ্রধান এলাকা। হিমালয়ের পাদদেশের এলাকা হওয়ায় এ অঞ্চলে শীতের প্রকোপ সবসময় থাকে বেশি।
গত কয়েক সপ্তাহ ধরে এখানে সন্ধ্যার পর থেকে বইছে ঠাণ্ডা বাতাস। ভোরবেলা হালকা কুয়াশায় ঢাকা পড়ছে শহর। কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনমজুর বা খেটে খাওয়া মানুষ ঠাণ্ডা বাতাসের কারণে ইতোমধ্যেই গরম কাপড় পরতে শুরু করছে।
নীলফামারী আবহাওয়া অফিস জানায়, গত কয়েক দিন ধরে নীলফামারীতে তাপমাত্রা কমতে শুরু করে ২৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। নভেম্বরের ১৫ তারিখ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin