
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
হবিগঞ্জের বানিয়াচংয়ে গাঁজার চারা গাছসহ জাকারিয়া তালুকদার নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত জাকারিয়া তালুকদার একই এলাকার নায়েব আলীর ছেলে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, জাকারিয়া তালুকদারের জমিতে চাষ করা চারটি সবুজ রংয়ের গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin