
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বলিউডের তারকা অভিনেতা আমির খানের মা জিনাত হুসেইন অসুস্থ। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীপাবলির সময় থেকেই চিকিৎসাধীন তিনি।
রোববার (৩০ অক্টোবর) রাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অসুস্থ হওয়ার আগে দীপাবলি উপলক্ষে আমিরের পাঁচ গনির বাংলোয় গিয়েছিলেন জিনাত। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। তাহির হুসেইন এবং জিনাতের সন্তান আমির। তার এক ভাইও আছে। নাম ফয়জল খান।
চলতি বছরের জুন মাসে ঘটা করে মায়ের জন্মদিন পালন করেন অভিনেতা। তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও খান। জন্মদিনের একটি ভিডিওতে তাদের সঙ্গে দেখা যায় জিনাতকেও।
মা যে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তা এই মাদার্স ডে তেই জানিয়েছিলেন আমির। এক সাক্ষাৎকারে মা সম্পর্কে বলতে গিয়ে আমির বলেছিলেন, মা-ই আমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। আমি যখন বড় হচ্ছিলাম তখন তিনিই ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তারপর থেকে আজও সেই অনুভূতি বদলায়নি।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin