
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল কালাম হাবীব নামে একাধিক মামলার আসামি এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে হাবীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবীব একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর লালবেগ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, হাবীব লালবেগ উপকূলীয় এলাকায় অবস্থিত হাবীব স্টিল নামে একটি জাহাজভাঙা কারখানার মালিক। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এরমধ্যে আটটি মামলায় সাজা হওয়ায় সেগুলোর গ্রেফতারি পরোয়ানা ছিল।
সীতাকুণ্ড মডেল থানার এসআই পাপেল রায় বলেন, আট মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা নিয়ে তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ব্যবসায়ী হাবীব। রোববার গোপন সংবাদে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী এবং ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় ১২টি মামলা রয়েছে।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin