
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য তেহরানে এক হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর প্রধান আইনজীবী এই তথ্য জানান। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা এবং অগ্নিসংযোগসহ ‘নাশকতামূলক’ কাজে জড়িত থাকায় অভিযুক্ত সন্দেহভাজনদের এ সপ্তাহেই উন্মুক্ত গণবিচারের মুখোমুখি করা হবে৷
দেশব্যাপী কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। তবে অধিকার কর্মীদের মতে, মোট ১৪ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। উত্তর-পূর্ব ইরানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই কিশোর বিক্ষোভকারীর দাফন চলার সময় এ অভিযোগ দায়েরের ঘোষণা আসে।
কুর্দি মানবাধিকার গোষ্ঠী হেনগাওয়ে জানায়, পিরানশাহর শহরে একটি বিক্ষোভে খুব কাছ থেকে গুলি করা হয় ১৬ বছর বয়সী কুমার দারোফতেহকে। গত রবিবার রাতে সে মারা যায়। তার জানাজায় শোকার্তরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin