
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
লক্ষ্মীপুরের রায়পুরে খাল থেকে নুর নাহার নেহার নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুর নাহার ৯ নম্বর ওয়ার্ডের সাগরদী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
গ্রামপুলিশ লিটন বলেন, সোমবার বিকেলে মরদেহটি খালে ভাসতে দেখে পুলিশে খবর দেই। পরে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই বৃদ্ধার ছেলে নাসির বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন মা। সোমবার দুপুরে খালে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসি।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর বলেন, বিকেলে খবর পেয়ে ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যর কারণ জানা যাবে।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin