
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর গুলশানে গণপূর্তের পরিত্যক্ত জমি কীভাবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে রাজউক দিয়ে দিল-এর ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সালাম মুর্শেদীর গুলশানের বাড়ির জমির সব নথি ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সরকারি সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।
রোববার (৩০ অক্টোবর) তার বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
চলতি বছরের ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশনে (দুদক) সালাম মুর্শেদীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ব্যারিস্টার সুমন।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin