
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ঘুম থেকে উঠার পর হঠাৎ হাত-পায়ের পেশিতে টান ধরার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিছানা থেকে নামার সময়ে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। শীত মৌসুমে এ ধরনের ভোগান্তি আরো বেড়ে যায়। পায়ের পেশি উপযুক্ত যত্নের অভাবে এমনটা হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওজন কমানোর যেমন কিছু ব্যায়াম রয়েছে, তেমনই পায়ের পেশির গঠন ঠিক রাখতেও কিছু ব্যায়ার করার পরামর্শ দেন চিকিৎসকেরা।
যেসব ব্যায়াম করবেন
>> সুস্থ থাকতে লেগ প্রেসের মতো ব্যায়ামের জুড়ি নেই। আধশোয়া হয়ে পা দিয়ে ওজন ঠেলে তোলা ও নামানোর এই ব্যায়ামর পায়ের পেশি ভালো রাখে।
>> কোথাও বসে হাঁটুর নিচের অংশে ওয়েটেড প্যাড বসিয়ে তা তুলে বা নামিয়ে এই ব্যায়াম করা হয়। কোমর থেকে হাঁটু পর্যন্ত পেশি শক্তিশালী করতে এই ব্যায়াম কার্যকর।
>> ফ্রন্ট ফুট এলিভেটেড স্কোয়াট করতে পারেন। এতে আপনার যে পায়ের পেশি বেশি সচল, সে পা একটি ইটের সমান উঁচু স্থানে রাখুন। বুক ও পিঠ সোজা রেখে ধীরে ধীরে অপর পায়ের হাঁটুতে ভর দিয়ে বসুন। দুই হাতে রাখুন ডাম্বল। পা বদল করে করে দশ বার করুন। অনেকটা উপকার পাবেন।
Posted ৫:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin