
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দুটি ছবি। একটি দক্ষিণী অভিনেতা প্রভাসের ‘সালার’ আর অন্যটি হৃতিকের ‘ফাইটার’। তবে ছবি মুক্তির আগেই যেন হেরে বসে আছে হৃতিকের ‘ফাইটার’ ছবিটি।
নতুন এই ছবি দুটি একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘ফাইটার’ছবির নির্মাতা প্রভাসের ‘সালার’ ছবিটির সঙ্গে কোনোভাবেই নিজের ছবিটি মুক্তি দিতে চাইছেন না।
তাই পিছিয়ে গেছে হৃতিকের মুক্তি প্রতীক্ষিত ‘ফাইটার’ ছবিটির তারিখ। একই দিনে দুটি ছবি মুক্তি পেলে ব্যবসার ক্ষতি হতে পারে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
হৃতিকের ‘ফাইটার’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরসহ একাধিক অভিনেতাকে।
অন্যদিকে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘সালার’এ অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে, যার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রুতি হাসান।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin