
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নবনিযুক্ত ডিন হলেন ড. মো. রোস্তম আলী।
বর্তমানে তিনি হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।
ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব শুধুমাত্র ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা নয়, ডিনের কার্যপরিধি আরো ব্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে, এই বিশ্ববিদ্যালয়ে ডিনের দায়িত্ব কয়েকটা ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ আছে ও কয়েকটা কাজের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
তিনি আরো বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব নেয়ার পর মনে করি সীমাবদ্ধতাগুলোর বাইরে গিয়ে নতুন করে ডিনের প্রকৃত দায়িত্বগুলো পালন করব। যেমন: অনুষদে জার্নাল তৈরি করা, আন্তর্জাতিক সেমিনার করা, পাশাপাশি কারিকুলামকে যুগোপযোগী ও বাস্তবসম্মত করার পাশাপাশি একাডেমিক পরিবেশকে আরো বেশি যুগোপযোগী করার জন্য কাজ করে যাব।
উল্লেখ্য, তাকে পরবর্তী দুই বছরের জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin