
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় প্রতিপক্ষ দলের হামলায় রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টার দিকে আহত অবস্থায় ঢামেকে আসা রাতুলের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আগের এক মারামারির ঘটনা মিমাংসার জন্য প্রতিপক্ষ দল তাকে ডেকে নিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা ঘটনায় জড়িত, তাদের আটক করতে পুলিশ কাজ করছে।
মুগদা থানার এসআই রেজাউল করিম খান জানান,রোববার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে রাতুলকে ডেকে মান্ডা প্রথম গলি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin