
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারির সময় ইটের আঘাতে আহত কলেজছাত্র শাওনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শাওনের বাড়ি সিরাজদিখানের খাসকান্দি বেগমবাজার গ্রামে। তিনি কুচিয়া-মোড়ার বিক্রমপুর আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সিরাজদিখানের বালুচর ইউপির সদস্য ওয়াসিম আহমেদ জানান, শনিবার বিকেলে বালুচরের খাসকান্দি চরেরগাঁও গ্রামে দুই ভাই আবুল হোসেন ও আমির হেসেনের মধ্যে মারামারি হয়। এতে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ছোড়া ইট এসে শাওনের মাথায় পড়ে। এ সময় গুরুতর আহত হন তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে রোববার শাওনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ গ্রামে নেয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, শাওনের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin