
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাপের কামড়ে জহুরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরেন জহুরুল। এ সময় তার পায়ে কিছু কামড় দেয় সাপ। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা স্থানী কবিরাজের (ওঝা) কাছে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আহাদ আলি মল্লিক বলেন, সাপের কামড়ে জহুরুল মারা গেছেন বলে জেনেছি। তবে প্রথমেই তাকে হাসপাতালে নেয়া উচিত ছিল।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে।
Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin