
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দক্ষিণের ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রম্ভা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার এ খবরটি নিজ সোশ্যাল হ্যান্ডেলে নিজেই পোস্ট করে নিশ্চিত করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
গুণী এই অভিনেত্রী দক্ষিণী ছবির পাশাপাশি টালিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, কমল হাসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এমনকি গোবিন্দর সঙ্গেও অভিনয় করেছেন।
তার এই হঠাৎ সড়ক দুর্ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সন্তানদের স্কুল থেকে নিয়ে ফিরছিলেন তিনি। সেই সময় অপর একটি গাড়ি এসে তাদের গাড়িটিতে ধাক্কা দেয়।
তার ভাষায়, গাড়িতে আমার সন্তানদের ন্যানি (দেখভাল করার কর্মী) ছিলেন। আমরা সবাই অল্প আঘাত পেয়েছি। কিন্তু আমার সন্তান শাশাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খারাপ দিন খারাপ সময়। আমাদের জন্য প্রার্থনা করুন। আপনাদের প্রার্থনা অনেক মূল্যবান।
এই পোস্ট দেখে অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সুস্থতা কামনা করে প্রার্থনাও করেছেন ভক্তরা।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin