
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইউক্রেনীয় শস্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে যাত্রার অনুমতি দেওয়ার চুক্তিটি স্থগিত করছে। তবে এটি বাতিল করা হয়নি।
ইউক্রেন তার নৌবহরে হামলার জন্য কৃষ্ণসাগরের একটি নিরাপত্তা করিডর ব্যবহার করেছে বলে অভিযোগ করে শনিবার জাতিসংঘের মধস্থতায় হওয়া ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় মস্কো। জাতিসংঘ বলেছে, শনিবার ভোররাতে করিডরের ভেতরে রাশিয়ার কোনো জাহাজ ছিল না।
ইউক্রেন এ পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা চুক্তিটিতে তাদের ভূমিকা পালন করবেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘ক্ষুধা নিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করার’ অভিযোগ করেন। এ দাবি রাশিয়া অস্বীকার করেছে।
সমস্যার পরও তিন লাখ ৫৪ হাজার পাঁচ শ টন খাদশস্যসহ ১২টি জাহাজ সোমবার ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো ছেড়েছে বলে দেশটির অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে। রয়টার্সের উদ্ধৃতি দিয়ে ওডেসার সামরিক প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, শস্য চুক্তি শুরু হওয়ার পর থেকে এটি রেকর্ড পরিমাণ রপ্তানি।
Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin